ডেটিং অফার প্রমোশনের একটি কমন কম্পেলেই হল ওমুক কোম্পানি লিড চুরি করে। ভাই ....সিপিএ বিলিওয়ন ডলারে মার্কেট। কোন প্রতিষ্ঠান অাপানার লিড চুরি করে বড় লোক হবে না, তাদের কর্মকর্তাদের বেতন দিবে না। বিষয় হল ডেটিং বেস অফারে সাধারনত দুটি ধাপে লিড এপ্রুভাল দেয়। ১. প্রাাইমারি লিড কনফার্মেশন ২. লিড এর পে করার সময়। ইচ্ছে করলে বিজ্ঞাপন দাতা এটি ম্যানুয়াল এপ্রুভাল করতে পারে। তাই একটি লিড হওয়ার পরেও সেটি অ্যাফিলিয়েট প্যানেলে নাও শো করতে পারে এবং লিড শো করলেও লাস্ট টাইমে পেমেন্ট নাও করতে পারে্।....নিচের ইমেজটি লক্ষ করেন। অামার অভিজ্ঞাতায় এই ধরনের লিড এ ৯৫% পে হয় না।...কেন পে হয় না নিজেরা একটু মাথা খাটিয়ে বের করেন।....অথচ প্রাইমারি লিড এপ্রুভ পাবলিশার প্যানেলে অলরেডি শো করছে। বাট পে হবে না।.....................অার এ ধরনের ঝামেলা কোন একাউন্টে বেশি চলতে থাকলে ...কোন একটা কারন দর্শিয়ে একাউন্ট ক্লোজ..........................
0 Komentar untuk "ডেটিং অফার প্রমোশনের নিয়ম"