The Way of Digital Bangladesh

Powered by Blogger.

প্রফেশনাল ব্লগিং এ্যান্ড অ্যাডসেন্স

প্রফেশনাল ব্লগিং এ্যান্ড অ্যাডসেন্স

প্রফেশনাল ব্লগিং এ্যান্ড অ্যাডসেন্স



অবসরে আপনি হয়ত একটু আধটু লিখেন। আপনার লেখার হাতও ভালো। লিখেছেন হয়তো অনেক গল্প কবিতা। অনলাইনের কল্যাণে এটাই হতে পারে আপনার পেশা। আর সেই জন্যই আমাদের প্রফেশনাল ব্লগিং ফর অ্যাডসেন্স প্রশিক্ষণ কোর্স। ইন্টারনেটের জগতে ব্লগিং একটি অন্যতম আয়ের উৎস এবং সম্মানজনক পেশা। আপনি লিখতে পারেন নিজের একটি ব্লগ সাইট করে। কিংবা অন্য কারো ব্লগে গেস্ট ব্লগার হিসেবে অথবা কমিউনিটি ব্লগে। অবশ্য আয়ের উদ্দেশ্যে সাধারনত নিজের ব্লগেই লেখা হয়ে থাকে।

একটু ভালো মানের ভিসিটর থাকলে শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়েই আয় করতে পারেন মাসে হাজার খানেক ডলার। এর বাইরেও আরো অনেক বিজ্ঞাপন দাতা আছে। এমনকি মাসিক ভিত্তিতে বিজ্ঞাপনের স্থান বিক্রি করেও অনেক অর্থ মিলতে পারে মাস গেলে।

যেহেতু এখন ব্লগিং করে আয় করতে ইচ্চুক লোকের সংখ্যা অনেক বেশি তাই এখানে সফলতা পেতে হলে আপনাকে সঠিক লাইনে আগাতে হবে জাতে নিশ্চিত সফলতা মেলে। আর আমরা আমাদের এই কোর্সটি সেরকম করেই সাজিয়েছি যাতে শুরু থেকেই আপনি নিশ্চিত সফলতার পথে হাঁটতে পারেন।
প্রফেশনাল ব্লগিং কোর্সের অন্তর্ভুক্ত বিষয়ঃ
ব্লগিং কি এবং ব্লগিং এর প্রাথমিক ধারনা।
কাদের জন্য ব্লগিং উপযুক্ত পেশা।
আপনার কি ধরনের বিষয়ের উপর লেখালেখি করা উচিত।
ব্লগিং করে আয় করার বিভিন্ন উপায়।
কেন অ্যাডসেন্স ব্লগ থেকে আয় করার সেরা উপায়।
কেন গুগল অ্যাডসেন্স সেরা।
গুগল অ্যাডসেন্স করতে হলে ব্লগিং কিভাবে করতে হবে এবং কি কি নিয়ম মেনে চলতে হবে।
কিভাবে লিখলে আপনার আয় বেশি হবে।
আপনার ব্লগ সাইটে ভিসিটর পাওয়ার উপায়।
এসইও ফর ব্লগ।

এবং আরও অনেক কিছু…
কোর্স ফিঃ

প্রফেশনাল ব্লগিং অ্যান্ড অ্যাডসেন্স কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ১৫,০০০/=।
কোর্সের ক্লাস শিডিউলঃ

পরবর্তী ব্যাসের ক্লাস শুরু হবে আগামী ০৪/০২/২০১৫ তারিখে। প্রতি শনি, রবি এবং বুধবার এই ক্লাস চলবে।
যোগাযোগঃ

ঠিকানাঃ ৬৯/এম, পান্থপথ (ভিক্টরিয়া বিশ্ববিদ্যালয়য়ের পাশে), ঢাকা – ১২০৫

ফোনঃ ০১৯৬৬৬৩৮৬৬৩, ০১৭৯৯০৮৯৬৭১

Source: http://softnetbd.com/

Digital Bangladesh

Share :

Facebook Twitter Google+
0 Komentar untuk "প্রফেশনাল ব্লগিং এ্যান্ড অ্যাডসেন্স"

Ads Inside Post

Back To Top