অ্যামাজন থেকে আয়
গুগল কর্তৃক বিনামূল্যে প্রদত্ত ব্লগিং সার্ভিস fgfgfg Blogspot ব্যবহারকারীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। অনেকেই এই ব্লগস্পট সাইট থেকে আয়ের রাস্তা হিসেবে Google Adsense কে বেছে নিয়েছেন। আনন্দের খবর হচ্ছে, ব্লগস্পট থেকে আয়ের রাস্তাগুলোর সাথে সম্প্রতি যোগ হলো Amazon Associates. গুগল এর সাথে এ্যামাজনের সাক্ষরিত চুক্তি অনুযায়ী আপনার ব্লগস্পটের Monetize ট্যাব এ এখন থেকে দেখতে পাবেন Amazon Assoicates ও।
এর জন্য আপনার কোন প্রকার কোডিং শেখার প্রয়োজন নেই। উক্ত ট্যাব এ প্রবেশ করলে নিচের মত দেখতে পাবেন।
এখন আপনার যদি আগে থেকে কোন Amazon Assoicates ID না থাকে তবে I want to create a new Associates ID সিলেক্ট করে Set up Amazon Associates এ ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আপনার আইডি তৈরী করুন এবং এ্যাড প্লেস করুন।
আর আপনার যদি আগে থেকেই Amazon Assoicates ID থেকে থাকে তবে আপনাকে সিলেক্ট করতে হবে I already have an Amazon.com Associates ID বকিটাতো পানির মত সহজ! তো শুরু করে দিন.... এখনই....
Digital Bangladesh
0 Komentar untuk "ব্লগস্পটের মাধ্যমে অ্যামাজন থেকে আয়"